আমি পথিক আমি ক্লান্ত দুপুরে শুয়ে থাকা বাকরুদ্ধ পথশিশু
আমি ব্যভিচারে বড় হওয়া বোঝা, নাই ঠিক পরিচয়ের কিছু
আমি পথ শিশু
আমি রোজ পচা ডাস্টবিনের ফেলা রাখা আবর্জনা
আমি জন্ম নেওয়া কিছু নিকৃষ্ট মানবের থেকে,,, মনুষ্যত্বকে করেছে নিচু
আমি লাথি উষ্টা খাওয়া এক নিকৃষ্ট মানের পথশিশু
আমার নাই কোন ঠিকানা,,, নাই পরিচয়ের কোন ঠিক
শিখাই নি কেউ অসভ্য সমাজে সভ্যতার চারদিক
আমি নগ্ন রোগন পাতলা দেহের ভাসমান উড়ো তুলা
আমি অতীব নগণ্য জীব রাস্তায় থাকি পরনের কাপড় ধুলা
আমি হীনম্মন্যতার প্রতীক
আমি পচা ভাগাড়ে থাকা পথশিশু
শরীর থেকে নোংরা গন্ধ ছড়ায় অতিষ্ঠ সবকিছু
আমি জনবহুল শহরের এক নিকৃষ্ট শৈবালদাম
জানা নাই কোন কাম....
আমি পথশিশু এক নামে পরিচিত এটাই আমার নাম