দূরন্ত এক পথিক আমি হেটে চলেছি এই পথে
ঘুরেছি কত নদী নিজের সাথে, হেঁটেছি গ্রাম বাংলা
হেটে চলেছি আলপথ, দেখিছি কত আজব লীলা
          দেখেছি শিব ঠাকুরের পথ
হাজার বছর ধরে চলছি আমি স্বজন হারিয়ে ছেড়েছি ভূ-স্বামী
বাঁধন হারা পথিক আমি চলেছি হাজার বছর ধরে
শুনেছি ভাটিয়ালি,শুনেছি জারি,তবুও মন তো না ভরে
    ছাপ্পান্ন হাজার বর্গমাইল হেটেছি
   ঘুরেছি স্বীয় দেশ
দেখেছি কুলবধূ, দেখেছি রাঙা ঠোঁটে হাসির রেশ
দেখেছি হাজার সবুজের মাঠ,দেখেছি সবুজের হাট
হেঁটেছি তেপান্তরের আইল, দেখেছি অর্জনের ছাপ্পান্ন হাজার বর্গমাইল
পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে,ডাকছে হাত বাড়িয়ে
চঞ্চল মন ছুটে চলে
সবুজ চাদরের মাঠে,তেপান্তরের মাঠ পেরিয়ে
বেয়ে চলি সাত সাগর তের নদী
        ক্লান্তহীন পথিক আমি
চেয়ে থাকি চঞ্চল চোখে, সবুজ শ্যামল দেশের কথা
শুনেছি মায়ের মুখে
দূরন্ত এক পথিক আমি,ছেড়েছি নিজ গৃহ, ছেড়েছি পিতৃ ভূমি
           এক অদ্ভুত পথিক আমি
হাজার বছরের চেনা পথ ছেড়ে অচেনা পথে নামি