ওগো প্রিয় এসো প্রেমে পড়ি
       হেটে চলি সরু পথ কৃষ্ণচূড়া তলে
এসো প্রিয় হাতটি ধরি দুজন দুজনার
       হয়ে যাক না আজ দুটি মন একাকার কোন অদৃশ্য
                 মায়ার জালে
           এসো মোর প্রিয়……
এসো আজ কাঠফাটা রোদ উপেক্ষা করে
            বেয়ে যায় কোন এক নদীর বুক চীরে
    হয়ে যাক না  আজ সবুজের বিলীন ক্ষতি কী তাতে সাগরের নীলের ভিড়ে
প্রিয় আজ দেখছ কী তুমি! কৃষ্ণচূড়া ডালে আজ
                        নীলের সমাহার হয়েছে
                  ভেঙ্গে দিয়েছে কঠিন ডালের বুক
     ভালোবাসি বলে আজ সবুজের সাথে মিশে গেছে
কৃষ্ণচূড়ার চোখে চেয়ে দেখ চীর চেনা সেই ভালোবাসার উৎসুক
     ওগো প্রিয়  কৃষ্ণচূড়া আজ ভালোবাসি বলে মেলে দিয়েছে শত রং
মেলাবে বলে  তোমাকে আত্বজে
বুঝাতে চাইলো ভালোবাসি বলে শত বাঁধা পেরিয়ে নিতে তোমাকে কাছে
      ওগো প্রিয় আজ এসো কৃষ্ণচূড়া তলে
ওগো প্রিয় আজ থেমে থেকনা
     সময় যে এসেছ একসাথে পথ চলার
সময় যে হয়েছে পায়ে পা মিলিয়ে ক্রোশ পেরোবার
      গোধূলির আবছা বেলায়
আজ আকাশের সূর্যটাও যেন আলোয় দিয়েছে ভরে
কেমন সময়টাও দিয়েছে বাড়িয়ে
গোধুলি লগন যেন আরো লম্বা হয়ে গেছে
ভালোবাসার হাতটি যেন ধরি যেন যায়না কখন হারিয়ে
  ওগো প্রিয় চুপ কেন?
আজ ভেঙ্গে দাও যত মনে জমে আছে বিষাদ
জাগিয়ে দাও নিজের ভেতরের শুপ্ত থাকা যত ভালোবাসা
   ওগো প্রিয় আজ সময় হয়েছে উপেক্ষা করে যত জড়তা
                ঘিরবে কাছে আসা
তোমার জন্য আজ কৃষ্ণচূাড়াও বিলিয়ে দিয়েছে নিজেকে
       সেজেছে কংক্রিটের রাস্তার বুকে
আজ এসো এক সাথে হাত ধরে হাটি চিরচেনা শহরে
        হারিয়ে যাকনা আজ মন ক্ষতি কী !
                 ভালোবাসা টুকু থাক সুখে