সভ্যতা কেবল আজকের নয় হাজার বছর ধরে প্রতীয়মান
প্রাচীন যুগের আদিম মানুষ হতে সভ্যতার হয়েছে উত্থান
সভ্যতা কেবল উপরের দিকে প্রতিনিয়ত হচ্ছে চলমান
পাথুরে যুগের পাথর ঠুকে ঠুকে যার হয়েছিল অভিজান
সভ্যতা আজ শুধু সভ্যতা নেই, হয়েছে সভ্যতর
প্রানের তাগিদে পশুপাখি শিকারে হয়েছে অগ্রসর
সভ্যতা শুধু এক দিনে হয়নি হয়েছে হাজার বছরের টানে
সভ্যতা আজ উঠে এসেছে প্রাতিটা মানবের পানে
সভ্যতা কেবল উচ্চ শিখরে প্রতিনিয়তই চলমান
মানব কল্যানে, সময়ের ব্যবধানে অজ্ঞতা হয়েছে ক্ষীয়মান
সভ্যতা আজ আটকে নেই আর প্রাচীন পাথুরে গুহায়
ঘরে ঘরে আজ বৈদ্রুতিক বাল্ব জ্বলে চলেগেছে অনেক চ‚ড়ায়
স্থলপথে আজ চলেছে যান অনবরত, জলপথে জলযান
আজকের জলের যান সৌদাগরের বহরের প্রতীয়মান
বানিজ্য আজ এসে গেছে  লঞ্চ,স্টিমারের হাত বলে
যেখারে সভ্যতা পড়েছিল সৌদাগরের ডিঙার হাতলে
আজ উঠে এসেছে আধুনিক সভ্যতা প্রতিটা মানবের শিড়ায়
পৃথিবী আজ উন্নতির চ‚ড়ায়  কাজ করছে ইশারায়
এসেছে ডাক্তার, ইঞ্জিনিয়ার এসেছে কালের বিবর্তন
আজ থাকে না কেউ পাথুরে গুহায়, মানুুষ সভ্যতা করেছে পরিবর্তন
গুহায় আজ কেউ করেনা বসবাস চলে গেছে প্রাচীর ইমারতে
গুহার মানব আজ কেবল প্রাচীন ইতিহাস আধুনিক সভ্যতার কোণে
আজ আর কেউ জ¦ালায় পাথর ঠুকে আগুন, হতে নতুন ডিয়াসলাই
পাথরের গায়ে আচর কেটে গুনতে হয়না,কম্পিউটারের অভিপ্রায়
বিশ্বটা আজ হতের মোঠই যেতে হয় না উত্তর-দক্ষিন প্রান্তে
উত্তর দক্ষিন গোলার্ধ আজ ঘরের ভিতর হাটতে হয়না দিঘন্তে
আকাশ,বাতাশ,মহাকাশ আজ আর নেই কিছু অজানা
রকেট উড়িয়ে চলে মহাশূন্যে কল্পনায় পাখীর ডানা
চন্দ্র, সূর্য্য, মহাজগৎ আজ আর নেই কিছু অজানা সবি হতের তালুতে
সভ্যতা আজ কত উচুতে পৌছে গেছে ধরা ছোয়ার বাহিরে সবি সভ্যতার বৌদলতে