আমি হারিয়েছি বারবার সেই অজানা গন্তব্যে
     যেখানে বারবারের ইচ্ছে ছিল হারাবার
আমি বিলিয়ে দিয়েছি নিজেকে বেঁধে রাখতে পারেনি তাই হারিয়েছি শতবার
আমি গিয়েছি সেই চীর চেনা সবুজের বুকে
        যা ছিল শুধু কল্পনাতীত
আমি ভালোবাসা বিলিয়েছি হয়নি তো নিশ্ব
হৃদয় তবুও সুখি হয়নি, কখনো ব্যথিত
আমি তো চিরকাল ছিলাম এক হ্রাস কল্পনার ভীড়ে
        সহসায় কাটেনি সে ঘোর
আজ সবুজের সমাহার হাতিছানিতে ডাকছে
   বলছে আর ঘুমাসনে হয়েগেছে যে ভোর
আমি ছুটে যাব বারবার আজ সেই সবুজের নীড়ে
যেখানে আকাশচুম্বী নীল নেমেগেছে তার ডাকে
যেখানে সবুজের বুকে শীতল ঝরনা প্রবাহীত হয়
       পাহাড়ের বাঁকে বাঁকে
যেখানে প্রত্যেক সকাল হয় কুয়াশার চাঁদরে ঢেকে
সূর্যটাও আলো বিলই ধীরে ধীরে
যেখানে মেঘের গর্জনে বৃষ্টি নেমে আসে
    পাহাড়ের গাঁ বেয়ে
আমি হারিয়েছি গিয়েছি যতবার পাহাড়ের মেঘের ধারে
মেঘেরা সব বিলিয়ে দিয়েছে সপেছে মন
   এক অদম্য ভালোবাসার সমাহারে
      আমি যাব সেই প্রকৃতির ডাকে
যেখানে রোজ ঘুম ভাঙ্গে পাখির কলরবে
    আলসে ভাঙ্গে শিশিরবিন্দুর ঝলকানিতে
যেখানে সাদা মেঘ ভেসে বেড়ায় সদাই
   মুখউজ্জ্বল এক নিঃশব্দ হাসিতে
        আমি হয়েছি প্রকৃতি প্রেয়সী
যা আমাকে কাছে টানে বারবার
আমি ছুটে যাব ততবার,যতবার বিচলিত মন
অদৃশ্য শক্তি আজ ঘিরে রেখেছে হীয়া
     আজ ভয় নেই তাই হারাবার