কেউ হয়তো আমার অপেক্ষায় আছে আজ,
এই মেঘলা দিনে তার অবসর সময় কোনভাবেই যেন কাটছে না!
তার মনেও আজ প্রচুর মেঘ জমেছে!
আমার আগমনে যেই মেঘ মুহূর্তেই অশ্রু হয়ে ঝরবে!


ছলছল আঁখিতে তার জমে থাকবে এক সমুদ্র ভালোবাসা,
এক সমুদ্র অভিমান!
আমার অতীতের এই ব্যাকুলতা
সেদিন খুব তুচ্ছ মনে হবে।


কেউ একজন তো আছে, শুধু আমার অপেক্ষায়!
যার বসন্তের বিকেল জুড়ে শুধুই আমার শূন্যতা!
সৌরভ হীন সন্ধ্যা কাটে তার।
আমারি অভাবে যার রাত্রি রিক্ততায় ভরে আছে।
তার বেখেয়ালি মন শত ভাবে আমার ছবি আঁকছে
তার হৃদয় ক্যানভাসে।


এই মস্ত বড় পৃথিবীর বুকে,
কেউ একজন তো আছে আমার অপেক্ষায়!
যার স্বপ্নের সাথি শুধুই আমি।
যে একাকীত্বে আমায় খুঁজবে চারিপাশে,
যার মন খারাপের কারণ আমার অপেক্ষায় অপূর্ণতা।
এমন কেউ একজন আছে আমার জন্যে,
অবিরাম অপেক্ষায়!