তোমার মাঝে আমি খুঁজে পেয়েছিলাম আমার প্রথম ভালোবাসা,
তুমি ছিলে আমার সংসপ্তক,
তোমাকে ভেবে কল্পনায় গড়ে তুলেছিলাম গোটা একটা শহর,
যে শহরের বাসিন্দা হবো শুধু তুমি আর আমি!
আমার কল্পনার আমাদের শহরে দাপিয়ে বেড়াবো আমরা দুজন!


স্বপ্ন গড়তে যতটা বেশি সময় লাগে, ভাঙতে ঠিক ততটাই কম-
আমার গড়া স্বপ্নেও মাঝে মাঝে ঝড় আসে,
ক্রোধ, অভিমানের কালবৈশাখী আছড়ে পড়ে আমার স্বপ্নে-
প্রায়ই, তবু আমি অবিরত স্বপ্ন দেখি-
দেখি আর বড় করি আমার স্বপ্নের শহরটাকে,
যে শহরে শুধু তুমি আর আমি!


আমি স্বপ্ন দেখি-
সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন তোমার কপালে চুমু দিয়ে দিন শুরু করার,

আমি স্বপ্ন দেখি-
অলস দুপুরগুলোতে তোমার ভাবনায় বিভোর থেকে আমার মৃত মস্তিষ্কে প্রাণ জোগানোর,

আমি স্বপ্ন দেখি-
প্রতিটা বিকালে ক্লান্ত আমি অফিস শেষে দ্রুত বাসায় এসে তোমাকে আলিঙ্গন করার,

আমি স্বপ্ন দেখি-
বারান্দায় বসে তোমার হাতে হাত রেখে প্রতিটা সন্ধ্যায় কফি খেতে খেতে সূর্যাস্ত দেখার,

আমি স্বপ্ন দেখি-
প্রতি রাতে তোমার মাঝে হারিয়ে গিয়ে তোমাকে নিজের ভেতরে আঁকড়ে রাখার,

আমি স্বপ্ন দেখি-
মাঝরাতে ঘুম থেকে উঠে তোমার নিষ্পাপ ঘুমন্ত কপালে আলতো চুমু দেয়ার,

আমি স্বপ্ন দেখি-
নানা বাহানায় তোমাকে ছুঁয়ে যাওয়ার, স্পর্শে থাকার  

আমি স্বপ্ন দেখি-
তোমার জীবনের গ্রীষ্ম কিংবা বর্ষা, শীত কিংবা বসন্ত, সর্বদা পাশে থাকার,

আমি স্বপ্ন দেখি-
শুধু তোমাকে ভালোবেসে যাওয়ার!

ক্ষুদ্র ক্ষুদ্র এই স্বপ্নগুলো জড়ো করে-  
  বুকের মাঝে ভালোবাসার এক গভীর সমুদ্র বয়ে চলেছি,
কল্পনায় বয়ে যাচ্ছি ভালোবাসার শহর,
তুমি সেই সমুদ্রের গভীরতা ছুঁতে পারো কিংবা না পারো,
সেই শহরের খোঁজ পাও কিংবা না পাও-

আমি তোমাকে তবুও ভালোবাসি!