তোমার পাশে দাঁড়িয়ে ভাঙা পৃথিবী সাজাবো
স্বপ্ন ছিলো, রঙধনুতে রাঙাবো মনের আঙিনা,
রাতের নিঃস্তব্ধতা ঘুচিয়ে দিয়ে কবিতা শুনাবো
আকাশজুড়ে ছড়িয়ে প্রেমের চেতনা। 
 
স্বপ্ন ছিলো, দুজন মিলে করবো সূদূর সাগরস্নান -
পেছনে ফেলে মনের যতো ত্রাসের জঞ্জাল, 
তোমার প্রেমের সকল সুধা আকণ্ঠভর করে পান-
উড়াবো ঐ কামের ভিসুভিয়াসে প্রেমের পাল। 

তোমাকে আমি ভুলিনি, আমাকেও তুমি ভুলো না-
পৃথিবীর আদিম প্রাণ, প্রাচীন পাহাড়ের ফাটলে, 
গুমরে ওঠে, হিংস্র হয়ে, আমরা গাঁথি বাঁধার সীমানা-
অবিশ্বাসীর পায়ের ধুলো সূর্যটাকে ঢেকে দিলে। 
 
ঝড়ের প্রাতে আকাশ ভাসে, অথৈ আজ পাতালে-
বসুধায় আজ প্রলয়নাচন, তুমি বসুধার তুলনা, 
প্রেমের সীমা অসীমে হেনে আমায় তুমি মাতালে -
তোমাকে বড্ড ভালোবাসি, প্লিজ, আমাকে ভুলো না।