তোমার চোখের যে দুরন্ত গতি
আর বহমান চপলতা,
আমার চোখেও স্পর্শ করে তা।
ওই চঞ্চল চাহনি আমায় দেখিও না,
বেড়ে যায় আমার জড়তা।
আশ্চর্য! আমার চোখের ক্ষুদ্র স্পন্দনও
তুমি বুঝে যাও এক নিমেষেই।
তোমার চোখের দুর্নিবার প্রশ্নগুলোও
আমি দেখতে পাই পলকেই।
কিন্তু তোমাকে হতাশ হতে হবে আবারও,
নিশ্চলতার পুনঃআবর্তন যে দু'চোখেই।
জানা নেই একটি উত্তরও,
তাতে কি খুব বেশি ক্ষতি?