গোলাম হাজির


জিতে গেল কে আর পরাজয় কার?
কার মনে সুখ বলো কার হাহাকার?


কে পেল সবুজ আশা, কে পেল মরণ?
কার মনে অবিরাম রক্তক্ষরণ?


কে নিল ব্যথার জ্বালা, বিষে ভরা হুল?
কে নিল ফুলের মালা, কে বা নিল ফুল?


সকলেই সব কিছু নিতে ভরপুর,
স্বপ্নেতে একাকার সকাল-দুপুর।


সম্মান, শ্রদ্ধা, জীবনের মানে-
সংগ্রামে বেচে থাকা মানুষইতো জানে।


পরগাছা কভু কি গো বুঝে তার দাম?
লেজ নেড়ে বলে সদা "হাজির গোলাম! "


- আকাশ মামুন
২৯/০৫/২০১৮ ইং