তুমি বলেছো, আমারই হবে।
অর্ধ শতাব্দী পরে হলেও, আমারই হবে।
তোমার দুয়ারে যখনই যাবো,
ভিখারী বেশে হাত বাড়াবো,
আমারই হবে।


তুমি বলেছো, আমারই হবে
অর্ধ শতাব্দী পরে হলেও, আমারই হবে।
তোমার নীল শাড়ীর আঁচল
তোমার অবুঝ চোখের কাজল
সব...সব আমারই হবে।


তুমি বলেছো, আমারই হবে
অর্ধ শতাব্দী পরে হলেও, আমারই হবে।
রিকশায় হুড ফেলে, বৃষ্টিতে ভিজে
পুরো পৃথিবী সমেত, তুমি নিজে
আমারই হবে।


তুমি বলেছো, আমারই হবে
অর্ধ শতাব্দী পরে হলেও, আমারই হবে।
প্রিয় গানের সুর, একলা ক্লান্ত দুপুর
বুকের জমানো কথা, অথবা জোড়া হারানো নূপুর
সব কিছু নিয়ে আমারই হবে।


তুমি বলেছো, আমারই হবে
অর্ধ শতাব্দী পরে হলেও, আমারই হবে।
দুনিয়ার কোন মোহ, বাহির অথবা গৃহ
কোন সুপুরুষ, অথবা তার বাহু
তোমাকে থামাতে পারবে না,
তুমি আমারই হবে।


অপেক্ষায় রইলাম...