হয়তো তোমার সব আচরণ পছন্দ নয় আমার,
হয়তো আমি তোমায় ভাবি কুলি, মজুর, চামার।
হয়তো তোমার মুখের কথা, হয়তো তোমার মুখের হাসি,
আমার লাগে মাথা ব্যথা, আমার লাগে বিষের বাঁশি।
হয়তো তোমার চলার ধরণ, হয়তো তোমার মুখের গড়ন,
আমার কাছে খারাপ লাগে, আমার কাছে লাগে মরণ!
তবু আমি এটা জানি, হৃদয় থেকে এটাই মানি,
তুমি হলে মানুষ জাতি, এই জগতের সেরা প্রাণী।
তোমার নিজের সম্মানবোধ আমার চেয়ে ছোট নয়,
তোমার প্রতি সম্মান দিলে আমার সম্মান বড় হয়।