তারাটাও জ্বলে নেভে,
চাঁদটাও ডুবে যায়।
দুপুরের তেজী রবি
সন্ধ্যায় অসহায়।


মেঘ যত বড় হোক
জমিনেতে আশ্রয়।
সুসময়ে অসুরেও
পায় খুব প্রশ্রয়।


নূপুরের রিনিঝিনি
চরণেতে মিষ্টি।
কখনোবা কড়া রোদে
ঝরে পড়ে বৃষ্টি।


সাধনায় সাধকের
জ্ঞান হয় ঋদ্ধ।
আজকের শিশুটাই
আগামীর বৃদ্ধ।


সবকিছু সাময়িক
সকলেই বদলায়।
মেনে নিতে পারেনা যে,
ডুবে যায় হতাশায়।