এখনো আমার চোখ তোমাকে খুঁজে বেড়ায় ক্লান্তিহীন ভাবে
তোমাকে একবার দেখে জান্নাতি শান্তির আশায় হাহাকার করে হৃদয়।
সত্যিকরে বলোতো! তুমিও কি দিনের শেষে একলা নও?
তুমিও কি অতিথি পাখিদের উড়াউড়ি দেখে
কোন অযাজিত অতিথির কথা ভাবো না?
আমি যেমন নিকোটিনের মেঘের আড়ালে সুর্য খুঁজে ফিরি।
স্বপ্নের ফেরিওয়ালা,
তুমিও কি অশ্রু বাষ্পের আড়ালে লুকাতে চাওনা দৃষ্টিতে আমার ছবি?
তোমারও কি একেকটা রাত এটলাসের মতো কাঁধে আকাশ নিয়ে কাটে না?
তোমারও কি আমার মতো ঘুমের কথা ভাবতে ভাবতে ভোরের আলোর গল্প শোনা হয়?


যদি না হয়, তবে অভিশাপ দিলাম,
আজ থেকে তুমিও হাটবে আমার পথে,
আজ থেকে রাত গুলো তোমার জন্মের শত্রু হবে,
আজ থেকে তোমার অশ্রু-বাষ্প নদী হয়ে মিশবে গিয়ে বক্ষ সমূদ্রে,
আজ থেকে তুমিও বুঝবে ভালোবাসা অভিশাপও হতে পারে,
আজ থেকে হৃদয় তোমার সক্রেটিস হবে,সারাক্ষণ পান করবে হেমলক বিষ।
আজ থেকে তুমিও মরবে ততবার, আমাকে ভাববে যতবার।