কারুকে দিয়েছি ঢেলে অকাতরে আমি
তাই,ফিরে পাওয়ার প্রত্যাশাও করেছিলাম একটুখানি ।
কিন্তু,হায় ! কোথায় সেই ফিরে পাওয়া ?
কোথায় সেই চাওয়া পাওয়ার একটু অভিলাস !
যার প্রত্যাশা এতদিন করেছি পূরন
আমায় কি মনে পড়ে তার একলা অল্পক্ষণ !


বহু বসন্ত বিদায় জানিয়ে চলে গেছে ।
যার প্রত্যাশার কথা বলছিলাম –
সে তো কোনো এক বসন্তেই ইস্তফা জানিয়েছে !


আমার প্রত্যাশার বিরুদ্ধে ডানা মেলে
সে হয়েছে নতুন প্রত্যাশার মুখোমুখি ,
আজ আর কোনোই দাম নেই
আমার সেই প্রত্যাশাগুলোর ।


তবুও সবকিছু ঢেলে দিতে চায় ,
এখনও আমার নির্লজ্জ বিবেক ।