আমার ডায়েরির সেসব পাতা আর শেষ হয়নি ।
যেসব পাতায় এক সমুদ্র লিখবো বলে-
একটি কলমের কালিও শেষ করতে পারিনি ।
আজ সমাজের রং ছড়িয়ে পড়েছে
ডায়েরির অসম্পূর্ণ পৃষ্ঠার অলিগলিতে ।
আর আমার কলমের কালি,তা তো-
ছিটকে পড়েছেই সম্মানের হাতে মুখে ।
আজকালের উন্নত বাল্বের আলোয়
উজ্জ্বল হয়েছে নির্লজ্জতার অবাধ দূষণ ।
কত নগ্নতাই তো চোখে পড়ে...
রাস্তা দিয়ে হাঁটুর ওপর পোশাক পরে যেসব মেয়ে চলে,
তাদের জন্য অপেক্ষা করে মহানহৃদয়ের অনেক বেটা ছেলে ।
এরকম ঘটনা তো প্রায়শই ঘটে
কাদের নির্লজ্জ বলি যে দেখায় না যারা দেখে !
এখন সমস্ত লজ্জার ভার আমার
কারন না ভরা পাতাগুলোকে-
ভর্তি করে দিতে হবে একরাশ নির্লজ্জতায় ।