আলো ঝলমল এই শহরে,
কত আলোর ঝলকানি,
তার ভিড়েই আলোহীন
এই আঁধার পল্লী খানি।
এখানেও জীবন আছে,
শত স্বপ্নের মরণ আছে,
আছে প্রেমের অভিনয়
টাকাতে প্রেম বিক্রি হয়।
এইখানে তে দেহ পণ্য
ক্রেতা বিলাসী মন,
টাকায় দেহ বিক্রি করা
এইখানে র জীবন।
এইখানে তে পাপ ই কর্ম,
পাপ ই যোগায় মুখের অন্ন,
নেই এখানে ধর্মের ধারা
জীবন বড় দিশেহারা,
দিনে মুখে মিছা হাসি
রাতের সাথী অশ্রু
মনে মনে হিসাব কষে
আজকের কত দস্যু।
সবাই জানে সবাই বুঝে
কত নীতির কাব্য খুঁজে
সমাজ তাদের ধার ধারে না
তাইতো জীবন ছন্ন ছাড়া।
নিজেকে যখন প্রশ্ন করি
কেন এমন আঁধার গলি,
নেই কি কেউ আলো হাতে
ধরবে এমন পাপীর হাতে,
ভালবাসা আর সহযোগিতায়
এই আঁধারে ও আলো ছড়ায়।।