আজ বহুদিন পর দেখছি তোমায়,
তুমি আছ সেই আগেরই মত,
তোমার হাসি আজও জোছনা ছড়ায়
সে জোছনা মাখবো বলে বায়না ধরেছি কত।


তোমার হরিণীর মত দুটি আঁখি
টান সেই আগেরই মত
মোর পলকহীন নয়ন হেরিল যখন
হরিল ক্লেশ যত।


তোমার খোলা চুল আজও দুলে
চল যখন পথে,
মেঘ করে খেলা গগনে যেমন
সেই শোভা দেখি তব কেশে।


শাড়ীতে তুমি অপ্সরা ছিলে
আজ রূপ আরো বেশি
আজ শাড়ী আর তুমি অপূর্ব সাজ
হার মানে মেনকা, হার মানে উর্বশী।


তোমায় সেদিন ও দেখিতাম অবাক নয়নে
আজও আমি দেখি তাই
সেদিন চলেছিলে পথ আমার হাত ধরে
আজ তোমার পাশে আমি নাই।


তবুও হৃদয়ে মম সুখ অনুভূতি
তুমি সুখে আছ তাই,
আমার ভাগে সুখ এতটুকুই
এর বেশি ভাগ্যে নাই।