তোমায় যত বার দেখি, যত ভাবে দেখি
তুমি সুন্দর,তুমি সুন্দর,
সদা বিরাজমান অপূর্ব তব হাসি
অপূর্ব শোভা প্রকাশে অধর।


চিবুকের ঐ তিল খানি হেরিবে যে জন,
তার যুগল নয়নে
তত বারই সে গাহিবে তার রূপকীর্তণ,
আপন মনে মনে।
হরিণী নেত্র সম তব দুটি আঁখি
মেঘ কালো তব কেশ
অপূর্ব অপরূপ শোভা তব অবয়বে
বর্ণিলে হবে নাকো শেষ।
সাজ তুমি দেবী দেবী ভাবে
শাড়ী জড়ায়ে অঙ্গে
লাল নয়তো নীল, সবুজ কিংবা হলুদ
হক সে যেকোনো রঙে।
তোমার মেহেদি রাঙ্গা হাত দুটি যখন
পদ্ম ছুঁয়ে দেখে
পদ্মের রূপ মলিন লাগে
তোমার দুটি হাতে।
তোমার আলতা মাখা চরণ যখন
চলে ঘাসের বুকে
সবুজ ঘাসের রঙটাও তখন
দেখতে লাগে ফিকে।
স্রষ্টা তোমায় করিল সৃষ্টি
থরে থরে দিল রূপ
সেই রূপ দেখি, বার বার দেখি
ঐ দেখাতেই মোর সুখ।