কাঁদিছে আজ ধরণী,
চারিদিকে যুদ্ধ, হানাহানি, সংঘাত,
ক্রন্দনের সুরে ভারী হয় বাতাস,
সব বিষাদের সাক্ষী সে জননী,
তাইতো কাঁদিছে আজ ধরণী।।


সংঘাত আজ ঘরে-ঘরে
ভাইয়ের রক্তে রঞ্জিত হয় উঠোন
লোভী শকুনের শক্তির জোরে
লুণ্ঠিত হয় অতি সাধারণ,
আড়ালে নীরব ক্রন্দনরত মধ্যবিত্ত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দিনে দিনে
নিঃশেষ করে তার অস্তিত্ব।
সব দেখে তবু নিশ্চুপ সে জননী
তাইতো কাঁদিছে আজ ধরণী।।


বাজছে যুদ্ধের দামামা দেশে দেশে
মানুষ হচ্ছে বলি,
মানুষের ই ছোঁড়া গোলা বোমা আর
ক্ষেপণাস্ত্রের আঘাতে,
ক্ষুদ্র পরমাণু তার ভীষণ হুংকার
সর্বগ্রাসী রূপে নাকি করিবে সংহার
পশু, পাখি, মনুষ্য নির্বিশেষে।
সন্তান শোকে ব্যথিত হৃদয়ে জননী
তাইতো কাঁদিছে আজ ধরণী।।