সেদিন আমার দেয়া কিছু উপহার
আমার হাতে ধরিয়ে,
অনামিকা বলল, ′′তোমার যত দেনা ছিল-
সব ফিরায়ে দিলাম,
আজ থেকে ভুলে যাও আমায়,
তোমার ভালবাসার বাঁধন মুক্ত হলাম′′।
আমি শুকনো ঠোঁটে হাসি এঁকে বললাম
শুধু কি এইটুকুই, সময়ের হিসেব করবেনা
গত চারটি বছর, কত গুলো দিন,
তোমার ভাবনায় কাটানো
কত গুলো ঘণ্টা, মিনিট, সেকেন্ড
তার হিসাব কি টানবেনা?
কি হবে আমার স্বপ্নগুলো-
আমি বুনেছি আমার মনে মনে
তোমায় নিয়ে আসছে আগামীর ক্ষনে
কি হবে তার, আছে কি উপায় ফিরিয়ে দেবার?
কি হবে স্মৃতি গুলোর,
তোমার সাথে চলার, হাতে হাত ধরার
সবুজ ঘাসের বুকে আমি,
আর আমার বুক ছোঁয়া নিশ্বাস তোমার
আমার ভালবাসা কি তবে শুধুই ছিল
রঙ্গিন কাগজে মোড়ানো কিছু উপহার।
যেতে চাও যাও, মনের বাঁধন হয়নি এমন
তোমায় ধরে রাখি
দোষ আমারই, শুধু ভালবেসে গেছি
তোমায় চিনতে ছিল বাকী,
তবে জেনে যাও আজ, মনের সুখ শুধু ভালবাসায় মিলে
আর সব মিছেমিছি।
যে সুখ পাওনি খুঁজে ভালবাসায়,
যে সুখ নিচ্ছ খুঁজে অট্টালিকায়
এই সুখ মিটাতে পারে শুধু তোমার প্রয়োজন,
যেদিন মনের কিছু চাওয়া হবে, হবে প্রয়োজন,
আমার ভালবাসার উপলব্ধি তোমার হবে তখন।