গভীর নিশি,
নিস্তব্ধ আঁধার ঘিরে ধরেছে মোরে
ভোরের অপেক্ষায় রয়েছি আশায়
যেন কয়েক যুগ ধরে।


একটু আলো যদি আসে
ঐ জানালার ফাঁক গলে,
পাখিরা যদি উঠে মেতে
আবার সুখের কোলাহলে,
আমি পাখিদের সাথে গাইতে চাই গান
পাখিদের সুরে সুরে।
ভোরের অপেক্ষায় রয়েছি আশায়
যেন কয়েক যুগ ধরে।


একটু সুরভি চাই পেতে
প্রস্ফুটিত পুষ্প তরু র কাননে চরে
হেরি তে চাই ওই নীল অম্বর
আপন বিরহ ভুলে,
আমি হাসিতে চাই প্রাণের উচ্ছ্বাসে
ঠাই চাই কারো ভালবাসার নীড়ে,
ভোরের অপেক্ষায় রয়েছি আশায়
যেন কয়েক যুগ ধরে।