আমি নীল সমুদ্রের প্রেমে পড়েছি,
যেদিন প্রথম সবুজ প্রকৃতির আবরণে,
দূর হতে তাকে দেখেছি,
আমি তার প্রেমে পড়েছি।
মৃদু ঢেউ যেন তার শান্ত হাসি,
আমি তার প্রেমে পড়েছি।
আকাশের ঐ নীল,
যেন তার প্রশস্ত হাতে নীল চুড়ি
আমি তার প্রেমে পড়েছি।
অস্তমিত রক্তিম রবি,
যেন তার কপালের লাল সিঁদুর
আমি তার প্রেমে পড়েছি।
সে যখন শান্ত তখন
তার কল্লোলে আমি মধুর গীত শুনেছি,
আমি তার প্রেমে পড়েছি।


আমি দূর, বহুদূর থেকে,
তার রূপ শ্রী দেখেছি,
তার রূপের প্রেমে পড়েছি।