যদি কখনো আবার দেখা হয়ে যায়,
দেখা হয়ে যায় ঐ খেয়া পারে,
যেথায় দিয়েছি পাড়ি
সুরমা তরঙ্গিণী,
তুমি আমি আর
ঐ তরী খানি,
চারটি বছর এমন করে
চলে ছিল এক-ই নিয়ম ধরে,
নীরব তুমি নীরব আমি
ঢেউয়ের শব্দ শুধু শুনি
চুপি চুপি তোমায় দেখি
মাঝে মাঝে চোখাচোখি
এভাবেই চলেছিল দিন
চারটি বছর ধরে,
কেটে গেছে আরও ছয়টি বছর
আজ তবু মনে পড়ে।
আরও কতবার গিয়েছি সেথায়
সুরমা হয়েছি পার,
মনে মনে খুঁজেছি তোমায়
পাইনিতো দেখা আর,
কভু যদি চলার পথে
তব সাথে হয় দেখা
সেদিন জানিব তোমায়
ভেঙ্গে নীরবতা,
মনের কথা কইব সেদিন
শুনব মনের কথা,
তোমাতে চাইব তোমায়
করিতে জীবন সখা।