হ্যালো, কেমন আছ,
এত দিন পরে, কি মনে করে?


---মাঝে মাঝে তোমায় পড়ে মনে,
তোমার স্মৃতি রোমন্থনে।


তবে ফোন দিলেই পারতে,
কেমন আছি, কি করছি জানতে।


--- হ্যাঁ তাইতো,
কেমন আছো বলতো?


আমি ভাল আছি,
তোমাকে ভুলার চেষ্টায় আজ অনেকটা জিতে গেছি।


---সত্যি কি ভুলে গেছ মোরে?
নাকি আজও মনে কর তোমার অবসরে।


জানোই তো আমি অতি সহজে কিছু ভুলি না,
জীবনে অনেক কিছু চাওয়ার মত হলোনা।


---কেন হলোনা?
মনে আছে কত মিনতি করেছি,
কত অশ্রু জলে ঠাঁই চেয়েছি,
তখন তো শুনলে না।


সেদিন আমার,
সাধ্য ছিলনা তোমায় ধরে রাখার।


---ভুলতে ও তো পারছিনা,
ক্ষণে-ক্ষণে পড়ে মনে স্মৃতি,
অভিযোগের কাঠগড়ায় আজ নিয়তি,
এমন তো চাওয়া ছিলনা।


এখন আর কি লাভ এসব বলে?
সবার ই জীবনে কিছু না পাওয়া থাকে,
আমার জীবনের না পাওয়ার তালিকায় তুমি ছিলে।


--- এখনো ও কি হাঁটো সেই পথে?
যে পথে কথা হত, কলেজ যেতে যেতে।


মনের টানে আনমনে
মাঝে মাঝে যাই এখনো,
অনুভবে তোমার অস্তিত্ব পাই,
ক্ষণিক বাদে হারিয়ে যাও যেন।


---কেন স্মৃতি নিয়ে আছো পড়ে?
কেন করছ এমন?
এবার নতুন কোনো পথ খুঁজে নাও,
কেমন।


ভাবতে ভালো লাগে,
তোমার মত কেউ ভালবেসেছিল মোরে,
আজ ও ভালবাস,
যদিও আছো যোজন যোজন দূরে।


---ভুলতে চাই জানো, পারিনা,
মনকে বোঝাতে গেলে সে যেন বড্ড অবুঝ,
কোনো কিছুতেই মানতে চায় না।


ভুলতে চাইনা তোমায়
মনের এক কোনে রয়ে যাবে তুমি,
রয়ে যাবে মোর কবিতায়।


---জানো, মোটর বাইকের হর্ন শুনে ছুটে আসি জানালায়,
মনে হয় এই বুঝি তুমি ডাকছ আমায়।


আজকাল বাইক টা ঘরেই পড়ে থাকে,
হেঁটে চলি পথে,
একা একা হাঁটি,
অনুভবে তুমি থাকো সাথে।


---প্রয়োজন যখন নেই,
বিক্রি করে দিলেই পারতে,
শুধু শুধু কেন গেলে রাখতে?


ঐ বাইকে গিয়েছিলেম ঘুরতে,
কাশবনে, শাপলা ঝিলে, চন্দ্রাবতী উদ্যানে,
তুমি ছিলে সাথে।


---তাতে হয়েছে কী?
এখনো ঐখানে যাও নাকি?


না না, এখন আর যাওয়া হয়না,
বাইক টাতে তোমার পরশ আছে,
তাতো কাউকে দিতে পারিনা।


---এখনো কি চাঁদ দেখ পূর্ণিমা রাতে?
আমার তুলনা কর জোছনা চাঁদের সাথে।


হ্যাঁ, এখনো চাঁদ দেখা হয় প্রতি পূর্ণিমায়,
আজও তোমাকেই সুন্দর মনে হয়,
ঐ চাঁদের তুলনায়।


---তুমি আজ ও পাগল-ই আছ,
ভাল লাগে ভাবতে, আজও আমায় ভালবাস।


ভালবেসে আদৌ কি ভুলে যাওয়া যায়?
তুমি ও তো ভালবেসে ছিলে,
ভুলতে পেরেছ কি আমায়?


---ভুলতে পারিনা আমি,
চাইনা তুমিও ভুলে যাও,
কথা দিয়ে ছিলে কবিতা করে রাখবে আমায়।


তুমি কথা ছিলে মোর কবিতার,
প্রতিটা শব্দ আজও লিখি,
স্মরণে তোমার।


---যাই হোক,
ভাল থাক এই চাওয়া তোমার কাছে,
মাঝে মাঝে ফোন দিও,
নাম্বার টা আগের ই আছে।


তুমিও ভাল থাক,
আগের চাওয়া ই চাইলাম আবার,
তোমার ভাল থাকাতেই আজ ও ভাল টা খুঁজি আমার।