জীবনের পথ, ক্রমে-ক্রমে রূপ বদলায়
কখনো সহজ সরল,
কখনো কঠিন থেকে কঠিনতর,
পথচলা হয়ে পড়ে দায়
জীবনের পথ, ক্রমে-ক্রমে রূপ বদলায়।


কখনো রঙ্গিন প্রজাপতির ডানায়
আসে সুখ,
রঙ্গিন হয় পথ সুখের রঙে,
কখনো আবার ভারী বর্ষণ, মেঘের গর্জন
ভয় জাগে মনে-মনে,
সামনে এগোতে মন নাহি চায়,
জীবনের পথ,ক্রমে-ক্রমে রূপ বদলায়।


কখনো অল্প মেহনতে, দিব্যরথ চেপে
আসে সফলতা
ভাগ্যদেবী থাকে সাথে
কখনো আবার কঠিন পরিশ্রমে,
শূন্যতা মিলে
ব্যর্থতাই মিলে শত চেষ্টায়
জীবনের পথ, ক্রমে-ক্রমে রূপ বদলায়।


কখনো দেবদূত আসে, হাতে হাত রাখে
সাথে চলে পথ
আলো হয় আঁধারে
কখনো আবার হিংস্র দানব, এসে করে তাণ্ডব
সব সম্বল লয়ে যায় কেড়ে
নিঃস্ব একা জীবন থামিবারে চায়
জীবনের পথ, ক্রমে-ক্রমে রূপ বদলায়।


অবশেষে কোনো এক কালে আসে মহাকাল
জীবনের পথ থেমে যায়
আনন্দ, সুখ, ব্যথা, বেদনা
সবটাই রয়ে যায় পিছে
জীবন চলে আপন ঠিকানায়,
পূর্বে তাহার,
জীবনের পথ, ক্রমে-ক্রমে রূপ বদলায়।