আমি আজো প্রতিদিন দখিনের বেলকণিতে বসি
পূর্ণিমা রাতে জোছনার আলো অঙ্গে মাখি
বসে হেলান চেয়ারটাতে, দোল খেতে খেতে
হারিয়ে যাই তোমার কল্পনায়।


জলেশ্বরের জল ছুঁয়ে আসা সমীরণ, ছুঁয়ে যায় মোরে
ঠিক যেন তোমার স্পর্শ, অনুভবে পাই তোমারে।
নিজেকে সমর্পণ করি তোমার ভাবনায়।


আজ এই ক্ষণে, খুব পড়ে মনে, সেদিনের কথা
হাতে হাত রেখেছিলে, স্কন্ধে রেখেছিলে মাথা,
কত রাত কেটেছে এমন তোমার কথা শুনে শুনে,
সে এক অনাবিল সুখের প্রহর ছিল মোর জীবনে।
ক্ষণিকেই ঘোর কেটে যায়, বর্তমান আমাকে জানায়
আমি আছি একা, নিঃসঙ্গ, বিশাল শূন্যতায়।


তুমি পূর্ণিমার চাঁদের মত এসেছিলে মোর জীবনে
কষ্টের আঁধার ঘুচায়ে ছিলে, ভালবেসে সেই ক্ষণে,
ভালবেসে তোমায়, সুখের প্রহর পেয়েছিলেম প্রতিদানে,
তুমিও হারিয়ে গেছ পূর্ণিমার মত, সময়ের ব্যবধানে,
পূর্ণিমা আসে, প্রতি মাসে মাসে
আর তুমি চলে গেছ না ফেরার দেশে,
আমায় একা রেখে গেছ পরের জন্মের অপেক্ষায়।।