সঞ্চিতা, মনে আছে কি তোমার?
সেই কৃষ্ণচূড়া গাছটির কথা, সেই দিনটার কথা,
সেদিন লাল ফুলে ফুলে ভরে ছিল তার শাখা-প্রশাখা,
সঞ্চিতা, মনে আছে কি তোমার সেই দিনটার কথা?
সেদিনই তোমায় প্রথম দেখেছিলাম নতুন করে
প্রেমিকের চোখে
নীল শাড়ী পরে এসেছিলে তুমি,
নতুন প্রেমিকার বেশে,
কৃষ্ণচূড়ার ছায়ায়,
সেদিনই প্রথম পাশাপাশি বসেছিলাম দুজনে,
বহে ছিল মৃদু বাতাস,
তোমার চুলে, ঝরেছিল কৃষ্ণচূড়া ক্ষণে ক্ষণে।
তোমার অঙ্গ ছোঁয়া ফুল গুলোকে করে রঙ
তোমার আচল হলো ক্যানভাস,
আমি আলপনা এঁকেছিলাম সেদিন, লিখেছিলাম,
ভালবাসি তোমায়, ভালবাসি সঞ্চিতা।
সঞ্চিতা, মনে আছে কি তোমার সেই দিনটার কথা?