এখন আর আগের মত
কবিতা লিখা হয়না
সময়ের সাথে পাল্লা দিয়ে চলি
কবিতার-কথা, সেতো
ভাবিবার সময় হয়ে উঠেনা।


সারাদিনের কর্মব্যস্ত আমি,
অনেক ছোটাছুটির পর ক্লান্ত
বালিশে মাথা রাখতেই
রাজ্যের ঘুম নামে চোখে
কখন যে ঘুমায় অতৃপ্ত মন
বলতেই পারিনা,
কবিতার-কথা, সেতো
ভাবিবার সময় হয়ে উঠেনা।


সপ্তাহে একদিন ছুটি
লিখব কবিতা তার সুযোগ আছে কি?
ঘরের বধূ আর অতি প্রিয় খুকি
তাদেরও পাওনা সময়
রয়ে যায় বাকী
তাইতো আমার ছুটি তাদের তরে
ক্ষণিক সময় আর নাই আপনা।
কবিতার-কথা, সেতো
ভাবিবার সময় হয়ে উঠেনা।