প্রকৃতির এক রহস্যময় সৃষ্টি তুমি নারী,
তোমাকে চিনিতে পারে,
সে তো সাধ্যের বাহিরে,
তোমারে চিনিবারে পুরুষ জীবন গেল চলি।


কখনো হিমালয় সম ব্যথা বক্ষে ধরে,
তুমি নীরব,
কখনো বিন্দু বিড়ম্বনায় অগ্নিশর্মা তুমি,
শুরু হয় মহাতান্ডব।
কখনো ভালবেসে আদরে, মমতার চাদরে
রাখো জড়ায়ে,
কখনো আবার ছুঁড়ে ফেলো দূরে
দূর দূর করে দাও তাড়িয়ে,
তোমারে কেবল সেই চিনিয়াছে
যে তোমার স্রষ্টা,
আর আমি পুরুষ, তোমারে চিনিতে
করে যাই বৃথা চেষ্টা।