যেতেই কেন হয় তোমায় দূরে?
তুমি যখন দূর থেকে বল, আমি আসবো ফিরে,
এইতো মাত্র কটা দিন, আমি আসবো ফিরে,
আমি হিসেব করে দেখি,
কয়েক লক্ষ সেকেন্ড, আমি তুমি ছাড়া আছি,
আমি আছি একা, বড় একা
তোমার ফেরার অপেক্ষা করে,
যেতেই কেন হয় তোমায় দূরে?
জানি তুমি হাসবে, আমায় পাগল বলে
উড়িয়ে দিতে চাইবে,
তবে এটাই বাস্তবতা আমার,
তুমি হীন সময় গুলো আজ
দিন, ঘণ্টা, মিনিটের হিসেবে নয়,
কাটে এক এক সেকেন্ড করে,
যেতেই কেন হয় তোমায় দূরে?