চারটে দেয়ালে ঘেরা আমার ঘর |
আছে বিছানা,দেয়ালে ঝুলানো কাপড় |
টেবিলের উপরে পদার্থ,রসায়ন,জীব |
পাশেই পরে রয়েছে সিগারেট
ফ্লোরে পরে রয়েছে পেন্ট-শার্ট,এক জনে সালোয়ার-কামিজ,পায়জামা |
বিছানায় কোমল মরা দেহ |
হালকা চিৎকার,গায়ে নখের আচর |
সুখ সুখ
হাজার টাকার সুখ |
সুখ ফুরালে স্নান,দেহ থেকে ঝরে পরছে হাজার টাকার সুখের গন্ধ |
এই হাজার টাকার সুখ আমার শহরের জন্য |
20-11-2013