শেষ বিকেলে বসে ছিল পশুপাখির মেলা,
বিষয় ছিল- “মানুষ কেন দিচ্ছে মোদের জ্বালা?”


বন-জঙ্গল, নদী-পাহাড়,
মানুষ কেন করছে সাবাড়?
আমাদেরও জীবন আছে,
মানুষে কি দেবে খাবার?


বটগাছ নাই আগের মতো,
একসাথে জটলা করার।
মানুষগুলো এতোই বাজে,
শব্দ করে অষ্ট প্রহর।


দোয়েল-ফিঙ্গে-ময়না-টিয়ে,
উঠলো গেয়ে একই সুরে।
মানুষ কেন লোভী হয়ে,
দিচ্ছে মোদের ঠেলে দুরে?


মনের সুখে গান করার আর,
পাইনা কোনো অবসর।
মানুষগুলো বেসুরে গায়,
মনের ব্যথা বলবো কি আর।


প্রকৃতির যা যা আছে,
তা তো সবার সমান সমান।
মানুষের হুশ নেইগো কোনো,
কেড়ে নিচ্ছে মোদের আবাসস্থান।