আমার তো কোনো নাম থাকতে নাই,
থাকতে হয় না যে কোনো পরিচয়।
গোত্রহীন হয়ে আছি বনের মাঝে,
কে তুমি এসেছো কাছে-কবি নিশ্চয়?


মিথ্যে করে বলতে পারতাম একটা নাম,
কাজললতা, প্রীতিলতা, রাধালতা বা অন্য কিছু।
তোমার তাতে ভাল লাগতো বটে, বলতে আহা…
নিজের কাছে হয়ে যে যেতাম নিচু।


নিজের কাছে ছোট হয়ে কি লাভ হবে বলো?
যা আছি তা ভাল আছি, ইচ্ছে হলে দু’হাত ভরে তোলো।
কবি তুমি, সত্য নিয়ে তোমার যত খেলা,
ভালবাসলে আবার এসো, করো না অবহেলা।


আমার যা রূপ আছে তা দু’চোখে নাও এঁকে,
এমন করে আমায় লেখো, সবাই মনে রাখে।
যে নামে যে ডাকে আমায়, হবে না যে ভুল,
তুমি শুধু আমায় ডেকো - ওগো বনফুল।