আমি না হয় রইলাম বেঁচে,
কি লাভ হচ্ছে এই বাঁচায়?
পশু-পাখি, পাহাড়-নদী,
প্রকৃতি আজ নিরুপায়।


কেউ ভাবে না ভাল-মন্দ,
সবাই সবার স্বার্থে অন্ধ।
একে অন্যে বাধায়ে দ্বন্দ্ব,
করছে সময় অপচয়।


মানুষ নেই আর আগের মতো,
অপকর্ম করছে যতো।
ন্যায়-অন্যায় জ্ঞান নাই তাই,
পশুরাও আজ লজ্জা দেয়।


ভাল মানুষ ঘরের কোণে,
বসে বসে স্বপ্ন বোনে।
দায় নেয় না কোনো কাজের,
সমাজটা আজ অসহায়।


আমি না হয় রইলাম বেঁচে,
কি লাভ হচ্ছে এই বাঁচায়?