তুমি বলেছিলে- পৃথিবী গোল,
দেখা হবেই যেকোনো একদিন।
একই শহরের দুই প্রান্তে থেকেও,
দেখা মেলেনিতো কোনো দিন।


তুমি চলে গেছো দূরে,
অন্য এক গোলার্ধে তুমি এখন।
তোমাকে দেখি না অনেক দিন,
কেমন যেন করে আমার মন।


তুমি বললে-বিপরীত গোলার্ধ,
ভিন্ন ঠিকই, কিন্তু আপেক্ষিক।
সার্বজনীন পৃথিবী, বিপরীত কিছু নয়,
একদিন দেখা হবে ঠিক।


কত ইতিবাচক তুমি, সাবলীল,
না ছোঁয়া তোমাকে ব্যাকুল করেনা।
আনমনে সংশয়ী হই আমি,
কখনো কি আর দেখা হবে দু’জনা?


বলতেও দ্বিধা হয় একথা তোমায়,
দৃঢ় তুমি, অসাধারণ প্রত্যয়ী।
তোমার আশা আলো হয়ে থাক,
তুমি যে অনন্যা, আশাময়ী।