নিয়ম মেনে, মনকে জেনে,
মাকে কাছে নে না টেনে।
মাযে তোরই সামনে আছে,
ডেকে নে না তোরই কাছে।
নিজের মতো করে রে তুই মাকে জেনে নে।


মায়ের ক্ষেতে, কৃপা পেতে,
ফুল-পাতা নে আপন হাতে।
করজোড়ে সামনে গিয়ে,
গুনগানে মন রাখ ভরিয়ে।
সব কিছু ভুলে গিয়ে মায়ের স্মরণ নে।


মাকে খোঁজা, অনেক সোজা,
দ্বিধা ফেলে মনকে বোঝা।
মায়ের কাছে কর মিনতি,
ধীর হলে মন বাড়বে গতি।
সুক্ষ্ণ পথে মায়ের সাথে বাঁধন বেঁধে নে।


চক্ষু বিনে, ভাব নয়নে,
মা আসে তুই নে না জেনে।
হারিয়ে যেনো যায় না দেখিস,
সব সপে তুই ধরে রাখিস।
অসীম মাকে সসীম রূপে আপন করে নে।


৩০.০৫.২০১৮; রাত ৯:৪২