আজও আমি স্বপ্ন দেখি একটি নতুন গান,
উঠবে নেচে একই সুরে সব বাঙ্গালির প্রাণ।


আজও আমি স্বপ্ন দেখি একটি নতুন ছবি,
দেশমাতাকে যেরূপ ভাবে ভেবেছিল সব কবি।


আজও আমি স্বপ্ন দেখি একটি নতুন পাখি,
যার ডাকেতে ভাইয়ের হাতে বাঁধবে যে বোন রাঁখি।


আজও আমি স্বপ্ন দেখি একটি নতুন দিন,
হাসি রবে সবার মুখে শান্তি অমলিন।


আজও আমি স্বপ্ন দেখি একটি নতুন শিশু,
যার চেতনায় সমানভাবে কৃষ্ণ-আল্লাহ-যিশু।


আজও আমি স্বপ্ন দেখি একটি নতুন গ্রাম,
সবার সুখে হাসবে সবাই অ্ন্তরে সম্মান।