অগ্নিপথ
                
নিগ্রহ নিপীড়নে নির্যাতিতের আহাজারী
শুনেও নিশ্চুপ যেন সদা র্সবজ্ঞ অতন্দ্রপ্রহরী।


চারদিকে কষ্টেরা উড়ে মেলে মেলে পাখা
চোখেমুখে নিয়ে আগুনের লেলিহান শিখা।


খানিক ধৈর্য্য আর খানিক প্রতিক্ষা
প্রহর অন্তে না সয়ে মারবেই ঘা।


হায়নাকুলে বারে বার যতো আস্ফালন
ধুমড়ে মুচড়ে পুন্যবতী করবে সব নিধন।


হঠাৎই ঘাড়ের উপর হিংস্রতার বিষাক্ত শ্বাস
ফেলে ফেলে বলছে তোর এত্তো সাহস?
যপিতেছিস যতো মন্ত্র ফন্ত্র
আমাদের ধ্বংসের সকল ষড়যন্ত্র।


অগ্নিচোখের লেলিহান শিখায়
ফুলকির বন্যায় পুন্যবতী নেয় শপথ
করবেই সে হায়নার বিনাশ
এ যতই হোক অগ্নিপথ।