ফুটো চালা দিয়ে বৃষ্টি পড়ে
নিন্দুকের চোখ বেড়ার ফাঁকফোকরে
খেয়ে না খেয়ে চলে দিনে-দুপুরে
ছেঁড়া-ফাটা বস্র সদা গতরে
তবুও সুখের সীমা নেই তার ঝীর্ণ কুটিরে।  


বোলাবালা স্বামী যে স্বরুপ সরলতার
বোঝেনা মর্মাথ না বুঝাইলে কোন কথার
গোদাদার মানব সে থাকে মুখ ভার
কর্মবিহীন যে জুটিবেনা আহার
সেটা বুঝাইবার দায়ও আমিনার।


মিয়া সাব বলিলো আমিনারে ডাকিয়া
ক্ষেত খোলা আছে অনেক পড়িয়া
মাটি কোপে আবুলেরে দাও লাগাইয়া
পুলকে শিহরে শুধায় পতিরে মন দিয়া
বাঁচিতে হইলে যাও কাজে লাগিয়া।  


ঘুমরে কেঁদে জমে জল চোখের
কাজের কথা শুনিয়া আবুলের।


হেথায় বসিয়া আছো যে বড়
শুনে আবুলের বুক হইল ধড়পড়।


গর্জে জেঁজে উঠে আমিনা আবার
দিবস-রজনী সবই কি করিবে পার।


বেলা বেড়ে অলস আবুলের মনে মনে চলে
না জানি কি আছে আজি তার কপালে।


কর্ম নেই মর্ম নেই আছে মন শুধুই আহারে
তবুও সে অমূল্য পতি ধন আমিনার কুটিরে।