আম্রকাননে মুকুলে মৌ মৌ গন্ধে
নাচে মৌমাছিরা একি ছন্দে ছন্দে।
মুকুলে মুকুলে বিস্তীর্ণ সারা অরণ
হলদে শোভামন্ডিত অপূর্ব চরণ।
কাননে কাননে দিক বেদিক হারা
সোনামণি সব যেন পাগলপারা।
আহা কি সুন্দর কি অপূর্ব এ ধরা
বইছে যে সৌন্দর্য্যের অমিয় ধারা।
বিধির সৃষ্ট রুপ রুপের সুধা মুড়ে
মরি মরি অপূর্ব ধরার প্রান্ত জুড়ে।
মরুময়ে বিস্তীর্ণ তপ্তময়ীর সাহারা
কি বলে রয়েছে মোদের এই ধরা।
স্বর্গীয় সুখ আর আনন্দে পাগলপারা
সোনামনি সকল হয় যে আত্নহারা।
এ যেন নয় মোদের শুধু আম্রকানন
এ যে আনন্দে উল্লাসিত সুখ উদ্যান।