দেশ থেকে দেশান্তরে
সাগর নদী পাহাড় ঘুরে
এথায় হেথায় বিশ্বজুড়ে
এমন মধুর ভাষা আর নাহি পাইরে
সে যে আমার বাংলা ভাষা ভাইরে।


এই ভাষাতে হাসি ভাই
এই ভাষাতে গাই
যখন যেমন যেখানে চাই
বুলি মোর এ ভাষাতে পাই
নাই যে তার কোন তুলনা নাই।


লাখো শহীদের প্রানের ভাষা
সালাম রফিক বরকত জব্বারের ত্যাগের ভাষা
মিটায় সুখ মিটায়  আশা
সকাল-সন্ধ্যার হয়ে পিপাসা
সে যে আমার বাংলা মায়ের ভাষা।


এই ভাষারই রাখতে মান
তরুন-যুবা অকাতরে দিলো প্রান
রাজপথে তাজা রক্তের করে বান
তাইতো বিশ্ব দরবারে আছে আসীন
হয়ে বাংলা মোদের মহীয়ান গরীয়ান।


হোক মাসী হোক পিসি
কিবা মহাসাধিকা চাষী
থাকবো তাদের পাশাপাশি
গেয়ে গান বাংলায় রাশি রাশি
আমি যে বাংলাভাষী।


আমি যে বাংলাভাষী-------------------।