সর্বত্রাতা মহান বিধাতা সদায় সর্বজ্ঞ
স্বরন করেনা মূর্খরা তারে ভাবে নিজেদের অতি অভিজ্ঞ।
বিধান মানেনা ওরা লেখা যতই থাক
ক্ষুদ্র একটুসখানি জ্ঞান থাকলে ভাবে নিজেরে মহানায়ক।
নয় থাক দূরের কথা নব্বইতেও নয়
কোন কালেও তৈরি হয়না ইহাদের সঠিক জ্ঞানের সঞ্চয়।
মানবের রয়েছে সর্বক্ষেত্রে সীমাবদ্ধতা
অর্থ-ক্ষমতার মোহে লোভাতু মানব মনে করেনা সেকথা।
বিধান এসেছে জগতে লক্ষাধিক বার
ঔদ্ধত্যে অহংকারীরাও কুপথের পথিক হইয়াছে বার বার।    
বিধান সর্বদায় স্বাশত, তাতে কি হবে?
বিধানের দোহাইয়ে কতো নীরিহ হচ্ছে নির্যাতিত এ ভবে।
বিধান লালনকারী রয়েছে কিছু কুচক্রী
নীরিহের মাথার উপর দিয়ে ঘুরায় এরা যখন-তখন চর্কি।
রাত্রি জাগরণে করে স্বীয় নিবেদন!
ঔদ্ধত্য আর অহংভরে করে এরা যতো সুন্দরকে ধ্বংসন।