ভোরের হিমেল হাওয়ায় মনটা উদাস
পেরিয়ে গেলো শরতের মিষ্টি সুবাতাস।
কাশফুলেরা খায়না হেলে দুলে দোল
গন্ধ উড়ায়ে কলমি লতার মৃদু মৃদু দোল।
শুভ্র সাদা মেঘেদের নেই আর মিছিল
ঘাসের ডগায় বিন্দু বিন্দু শিশির টলটল।
হেম হেম শীতলতার বায়ু প্রবাহ
টেনে টেনে ধরিছে নশ্বর দেহ।
দিবাকরের বিকিরণ এই হলো হলো
ব্যস্ততায় প্রকৃতি মেতে বুঝি উঠলো উঠলো।
মিষ্টি মধুর রোদেলা আভায়
কর্মহীন জড়োসড়োরা মাতবে গল্পের সভায়।
দীনহীন রয়েছে যত সমীরণ করিমণ
ভাবিছে এই বুঝি হাড় কাপুনি শীতের আগমন।
ক্ষেতে ক্ষেতে ধান্যের হলদিয়া গন্ধ
কিষানের মনে দেয় শীতলতার মাঝেও আনন্দ।
শিশিরে শিশিরে ধুয়ে আছে এখনও ঘাস
ভাবিছে কিষাণ নব ধান্যে মিটাবে মনের আশ।