অগ্নি রুপের রাঙা নেত্র
ধাবিয়া পড়িছে যত্রতত্র।
এধার-ওধার হইলে কোনরুপ
ঝাঁপিয়ে পড়েই দেখাবে স্বরুপ।
হিংস্রতায় ইহারা পেরিয়েছে সীমা
নয় নয় নয় নয় বিন্দুমাত্র ক্ষমা।
নেই ইহাদের কোনরুপ মানবতা
চোখেমুখে শুধুই রক্ত লোলুপতা।
ইহারা যে মানুষ খেকো হায়না
ধর মার কাটো কোনমতে ছেড়োনা।
ভাইয়ের মাংশ খেতে ভাই
ইহাদের কোনই জুড়ি নাই।
নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত পথ  
করেনা ইহাদের কোনভাবে বিচলিত।
ইহারা শুধুই কি হায়না
হিংস্রতার কোন ব্যাখ্যাইতো
ইহাদের জন্য যথেষ্ট না।
জীবে নির্দয়তা আর হিংস্রতায়
ইহাদের তুলনা মেলা ভার
ইহারা যে পাক হায়না হানাদার।