কিপ্টে দাদু কিপ্টে দাদু
করছো তুমি কি?
জমি থাকতে জমা থাকতে
পরছো ছেঁড়া লুঙ্গি!


ঘর করলে বাড়ি করলে
করলে কতো রঙ্গ।
আধা খেয়ে দাদা হয়ে
করলে আহ্লাদ ভঙ্গ।


ছেলে হলো পুলে হলো
আরো হলো জি।
এতো করেও সবার তরে
এখন নাই কেউ কি?


সময় পুরালো বেলা গড়ালো
করছো হিসাব কি?
জীবন খাতার সকল অংকে
শুন্য পেলে কি?