খোকা খুকু যায়
মামার বাড়ি নায়।
নায়ে নেচে নেচে গায়
ওরে মামা ঘাটে আয়।
নায় মোদের ভীড়ে যায়
নায় আছে বসে ময়নায়।
ময়না ডাকে মামা
দুরে সরে থেকোনা।
আমরা ভাগ্নী ভাইগ্না
ছাড় তোমায় দেবোনা।
যতোই করো না না
পকেট কাটতে ছাড়বোনা।
পকেট হলে ফাঁকা
দিতে ছাড়বোনা বকা।
বকা খেয়ে কাঁদবে
হবু মামী তা দেখে হাসবে।
বিয়ের আগে হেসে কুটি হবে
কিপ্টে বলে দৌড়ে পালাবে।
আমরা ভাগ্নী ভাইগ্না সোনা
তোমার কষ্ট দেখতে পারবোনা।