দোর খোল খোল সময় যে হলো হলো
মিনার বয়ে ডাক বুঝি ঐ এলো এলো।
আসিছে আলো আধ আঁধার ঠেলে ঠেলে
হবেনা আরাধন বহে সময় গেলে।
সময় থাকতে না করলে সাধন
হবেনা লাভ পরের শত ক্রন্দন।
নিদ্ নয় বন্ধু হে উঠো উঠো  
মধুর ডাকে সাড়া দিতে ছোটো ছোটো।
বিধির চরণে করো নতি নতি
পরকালে হবে তবে গতি।
সময় থাকতে না করলে সাধন
বৃথায় যাবে অসময়ের ক্রন্দন।