খাল বিল জলাশয়ে ছিল হরেক মাছ
ঘোলা ভরায় ব্যস্ত কৃষক করত সকল কাজ।
সারাবেলা গাইত মাঝি তুলে তুলে পাল
মনের সুখে দিত পাড়ি নদী আর খাল।
সবার মাঝে শৌহার্দের মেলা ছিল
ছিল শুধু প্রীতি আর মিল।
ষড়ঋতু আসত বছর জুড়ে
শীত গ্রীষ্মে থাকত সবে সম্প্রীতির মোড়ে।
এই না ছিল মোদের বাংলা
থাকতো না কেউ একলা।
মিলেমিশে কেটে যেত বেলা
রেঁধে বেঁধে করত মিলন সুখের মেলা।
পুজা পার্বন আর ঈদ উদযাপন
হিন্দু মুসলিম ছিল না ব্যবধান।
করতো সবে ভাবের আদান প্রদান
শান্তি সুখের বেলায় বানিয়ে যান।
কোথায় সেই বাংলা মোদের
উকিল কবিরাজ ডাক্তার
কেউ ছিল না কারোর পর
সকলেই ছিল সকলের তর।