মন পড়েছিল নদীর ধারে
ঢেউয়ের সম্মিলন দেখার তরে।
লঞ্চ আসে নৌকা আসে
দেখেতেছিলাম মনের হরসে।
বসে থেকে পন্টুন পিড়ে
স্থির আঁখি যুগল দুরে ছূড়ে।
দুর আকাশে মেঘ জমে
আঁধারে হল কালো থমথমে।
বৃষ্টি পড়ে ভীজে যাবো!
ঠান্ডা লেগে হয়ে যাবো কাবু!
গুড়ি বৃষ্টি তাই আসতেই
দৌড়ে গেলেম নিকট ছাউনিতেই।  
অঝোর ধারায় বৃষ্টি পড়ে
ঢেউয়েরা ছন্দে ছন্দে ওঠে নড়ে।
কি অপরূপ তার দৃশ্য
দীন দু:খী কেউ বুঝি, হল নি: স্ব।
মাথায় হাতে মিন্তি ভাই
করছে বার বার হায়হাই হায়হাই।
মিলবে কি করে অন্ন
বোঝা বহনে হল যে সে বিপন্ন।
রিক্ত বদন তার ফ্যাকাশে
অদূরে আবার দুলালী হেসে,
করতালিতে আনন্দে ভাসে
বৃষ্টি ছুঁয়ে চেয়ে চেয়ে আকাশে।


মন পড়েছিল নদীর ধারে
এথায় হেথায় সেথায় চারিধারে
দেখেছিলুম, বৃষ্টি পড়ে
টাপুর টুপুর খুশির তোড়ে
হাসে কেউ হরষে হরষ মুড়ে
কাঁদে আবার কেউ অন্নের তরে।

বুঝ মোর হলনা কিছুতে
সকাল সন্ধ্যায় ব্যস্ত এ পৃথিবীতে
বসল যেন আজব মেলা
করতে নিত্য বৈষম্যের খেলা
দীন দু:খীরে কাঁদাতে ক্ষুধার জ্বালায়
কাউকে মাতাতে রংয়ে তামাশার চলাকলায়।